‘‘বিসমিল্লাহির রাহ মানির রাহিম’’
শিক্ষা মানুষকে আলোকিত জীবন গড়তে সহায়তা করে। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে মানব জীবনকে সার্থক করার জন্য শিক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষাই মানুষকে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। পাহাড় কন্যা খাগড়াছড়ি নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত খাগড়াছড়ি পার্বত্য জেলা। আর এই জেলার প্রাণকেন্দ্রেই অবস্থান করছে জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। মেধা ও মননের বিকাশের মাধ্যম সৎ ও আদর্শবান নাগরিক গঠনে সুনামের সাথে গৌরবময় ভূমিকা পালন করছে এই নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। দীর্ঘ চার দশকে এই বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী, গুণী শিক্ষার্থীর জন্ম হয়েছে। যারা এই বিদ্যালয়ের ভাবমূর্তিকে করেছে উজ্জ্বল। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে এমনকি দেশের বাইরেও আন্তর্জাতিক পরিমন্ডলে গৌরবোজ্জল ভূমিকা পালনের মাধ্যমে নিজেদের করেছে সমাদৃত। নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে বিদেশে যে বিরাট অবদান রাখছে তারই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে, তারাও মানুষেরমত মানুষ হিসেবে গড়ে উঠুক এবং দেশের অগ্রগতিতে অবদান রাখুক এ কামনা করছি।
সাম্প্রতিক এ বিদ্যালয় পি.এস.সি, জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এমনকি এ বিদ্যালয় বেশ কয়েকবার জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক, এ কামনা করছি।
সর্বোপরি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সর্বময় সাফল্য কামনা করছি।